প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে রাজধানীতে স্বেচ্ছাসেবক লীগের আনন্দ মিছিল

সালে আহমেদ,ডেমরা | ২৫ জুন ২০২২, ১১:১০

সংগৃহীত

স্বপ্নের পদ্মা সেতুর জন্য অধীর আগ্রহে অপেক্ষায় আছে দক্ষিণের ২১ জেলার মানুষসহ গোটা বাংলাদেশের উন্নয়ন কামী জনতা।পদ্মা সেতু গোটা বাংলাদেশের বহুদিনের একটি লালিত সপ্ন, সেই সপ্নের মাহেন্দ্রক্ষণ অপেক্ষা করছে সমগ্র বাংলাদেশের মানুষের মধ্যে।সেই পদ্মা সেতুর উদ্বোধনের ক্ষণ ঘোষণায় আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়ে দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের মিছিল।

২৪ জুন (শুক্রবার)বিকালে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতির পক্ষে বিকেল সাড়ে ৪ টায় সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিলটি শুরু হয়। রাজধানীর যাত্রাবাড়ীর দোলাইপাড় হতে থেকে শুরু হওয়া মিছিলটি ডেমরার কোনাপাড়া গিয়ে শেষ হয়।ডেমরা থানাধীন এলাকায় আনন্দ মিছিলে নেতৃত্ব দেন ডেমরা থানা সাবেক ছাত্রলীগের সভাপতি ও ডেমরা থানা স্বেচ্ছাসেবক লীগের নেতা সিফাত সাদেকিন চপল।ডেমরা থানা তাতীলীগের সভাপতি শরিফুল ইসলাম সজিব, মাতুয়াইল ইউনিয়ন ছাত্রলীগ ৪ নং ওয়ার্ডের সাবেক সভাপতি প্লাবন খান ও সরকারি তোলারাম কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মুহাঃ ফজলুল করীম অপূর্ব। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপন এক বিবৃতিতে এ অভিনন্দন ও ধন্যবাদ জানান।

কামরুল হাসান রিপন বলেন,২৫ জুন মাননীয় প্রধানমন্ত্রী ১৮ কোটি মানুষের স্বপ্ন পদ্মা সেতুর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। দেশি-বিদেশী সকল ষড়যন্ত্রের জবাব এই পদ্মা সেতু।পদ্মা সেতু দক্ষিণ অঞ্চলের অর্থনীতিকে বদলে দেবে।সরকারের পদ্মা সেতু উদ্ধোধন দেশের ইতিহাসে একটি মাইলফলক অর্জন।

উল্লেখ্য যে,রাজধানীর বিভিন্ন এলাকার থানা-ওয়ার্ড ও ইউনিটের নেতারা স্ব-স্ব এলাকা থেকে আনন্দ মিছিল করেন।



আপনার মূল্যবান মতামত দিন: