চলমান বন্যায় পানিতে ডুবে ৪৫ মৃত্যু

সময় ট্রিবিউন ডেস্ক | ২৫ জুন ২০২২, ০০:৫৪

বন্যাকবলিত এলাকা-ফাইল ছবি

দেশের বন্যাকবলিত এলাকাগুলোতে গত এক মাসে পানিতে ডুবে, সাপের কামড়ে ও বজ্রপাতে মোট ৭০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এর মধ্যে সবচেয়ে বেশি ৪৫ জনের মৃত্যু পানিতে ডুবে হয়েছে।

বৃহস্পতিবারের স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে জানানো হয়।

এছাড়া বজ্রপাতে মারা গেছে ১৪ জন, সাপের কামড়ে একজন এবং অন্যান্য কারণে সাতজনের মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, গত এক মাসে মৃতদের মধ্যে ৪৮ জন সিলেট বিভাগের, ১৮ জন ময়মনসিংহ বিভাগের এবং চারজন রংপুর বিভাগের।

গত মে মাসে সিলেট অঞ্চলে বন্যা দেখা দেয়, বিরতি দিয়ে আরেক দফা বন্যাও হয়। সর্বশেষ গত বৃহস্পতিবার দেখা দেয় ভয়ঙ্কর বন্যা, যাতে তলিয়ে যায় সুনামগঞ্জ জেলাসহ সিলেটের অধিকাংশ উপজেলা ও হাওরাঞ্চল। এছাড়া ব্রহ্মপুত্র অববাহিকায়ও বন্যা দেখা দিয়েছে।

দেশে এখন ১৩টি জেলা বন্যাকবলিত বলে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের বৃহস্পতিবারের তথ্য। ১০টি নদী এখন বিপৎসীমার উপর দিয়ে বইছে।

গত ১৭ মে থেকে ২১ জুন পর্যন্ত বন্যার কারণে পানিবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৪৮ জন। এদের মধ্যে সবচেয়ে বেশি ২ হাজার ৮৯৫ জন ডায়রিয়ায় ভুগেছেন।



আপনার মূল্যবান মতামত দিন: