বরিশাল বিশ্ববিদ্যালয়ে "উত্তর আমেরিকায় উচ্চ শিক্ষা" শীর্ষক সেমিনার আগামী রবিবার

ববি প্রতিনিধি | ২৩ জুন ২০২২, ২০:৪৫

সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির উদ্যোগে "উত্তর আমেরিকায় উচ্চ শিক্ষা" শীর্ষক সেমিনারের আয়োজন করা হয়েছে। 

আগামী রবিবার (২৬ জুন) সন্ধ্যা ৮ টায় ভার্চুয়াল প্লাটফর্ম জুমে সেমিনারটি অনুষ্ঠিত হবে। নিচের লিংকে রেজিস্ট্রশন করে যে কোন শিক্ষার্থী সেমিনারে অংশগ্রহন করতে পারবেন। 

লিংক: shorturl.at/uDKMW

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত কানসাস স্টেট ইউনিভার্সিটির পিএইচডি গবেষক ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. তানভীর আহমেদ।বিশেষ অতিথি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রে পড়াশোনা করার আবেদন প্রক্রিয়া নিয়ে আলোচনা করবেন যুক্তরাষ্ট্রের ওহিও ইউনিভার্সিটির শিক্ষার্থী ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মো. আল আমিন। 

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে কানাডায় উচ্চ শিক্ষা বিষয়ে আলোচনা করবেন পশ্চিম কানাডার শীর্ষ গবেষণা প্রতিষ্ঠান ম্যানিটোবা ইউনিভার্সিটির (কানাডা) শিক্ষার্থী ও বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী হাওয়া আক্তার। 

ভার্চুয়াল সেমিনারটি সঞ্চালনা করবেন বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি শফিকুল ইসলাম।



আপনার মূল্যবান মতামত দিন: