কমিউনিটি ক্লিনিকের সেবার মানোন্নয়নে করনীয় শীর্ষক স্টেক হোল্ডারদের নিয়ে জামালপুর ডিপিএফ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল (১৬জুন) বৃহস্পতিবার বিকালে ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম (ডিপিএফ) জামালপুরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্টেক হোল্ডারদের নিয়ে
মতবিনিময় সভার আয়োজন করা হয়। জামালপুর ডিস্ট্রিক্ট পলিসি ফোরামের সহসভাপতি সাযাযদ আনছারির সঞ্চালনায় সভাপতি শামীমা খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক শ্রাবন্তী রায়। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মো: নাছির উদ্দিন আহমেদ, সিভিল সার্জন ডা: প্রণয় কান্তি দাস, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেছুর রহমান, জামালপুর পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা আলী আমজাদ, জামালপুর জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শুভ্র মেহেদী, ডিপিএফএর সদস্য মো: মাহবুবুর রহমান জিলানী প্রমুখ।ডিপিএফ সদস্য তানভীর আহমেদ হীরার সমাপণী বক্তব্যে মধ্যে দিয়ে মতবিনিময় সভা সমাপ্ত করা হয়।
এ সময় বক্তারা, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা নিশ্চিত করার লক্ষে সমস্যাগুলো চিহ্নিত করে তা সমাধানে কাজ করার আহবান জানান। এছাড়াও প্রতিটি কমিউনিটি ক্লিনিক গুলোতে পর্যবেক্ষণ করা এবং কমিটি সদস্যদের সাথে মাসিক সভা নিশ্চিত করা।
আপনার মূল্যবান মতামত দিন: