পাইকগাছা সরকারি কলেজের শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল

পাইকগাছা প্রতিনিধি | ১৬ জুন ২০২২, ১০:৪৪

সংগৃহীত

ভারতের ক্ষমতাসীন দল বিজেপি'র দু’জন নেতা কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) ও উম্মুল মুমিনিন হযরত আয়েশা (রাঃ) সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে ও শাস্তির দাবিতে পাইকগাছা সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে পাইকগাছা সরকারি কলেজের ক্যাম্পাস থেকে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল কলেজ ক্যাম্পাস থেকে বের হয়ে পাইকগাছা বাজার প্রদক্ষিণ করে পুনরায় 

কলেজ ক্যাম্পাস এসে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, মোঃ নাজমূল হাসান, সাজ্জাদুল ইসলাম সাজু, রাফেজ ইসলাম, আবির হাসান অনিক, শেখ তানবীর হোসেন, নাইমুর জামান দিপু, জাবির, মাহমুদ, সাকিব, শাহির, নাজমুল, ইয়াসিন, রুমি, নাঈম, রায়হান, শরীফ, রাব্বি, শাকিল, শরিফুল, উসামা, আকাশ সহ কলেজের শিক্ষার্থীবৃন্দ ।



আপনার মূল্যবান মতামত দিন: