চুয়াডাঙ্গায় কলেজ সভাপতির পদত্যাগ দাবিতে শিক্ষার্থীরা রাজপথে

চুয়াডাঙ্গা প্রতিনিধি | ১৬ জুন ২০২২, ০১:৩৩

সংগৃহীত

অধ্যক্ষ-শিক্ষকদের সাথে অসদাচরণ ও অনিয়নের অভিযোগ তুলে চুয়াডাঙ্গা তেতুল শেখ কলেজের সভাপতির পদত্যাগ দাবিতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা এবং সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষক ও শিক্ষার্থীরা। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জ বাজারে ও কলেজের সামনে এ কর্মসূচি হয়।

আন্দোলনকারীরা অভিযোগ করেন, চুয়াডাঙ্গা তেতুল শেখ কলেজের সভাপতি আব্দুল্লাহ শেখ প্রায়ই কলেজের অধ্যক্ষ ও শিক্ষকদের সাথে অসদাচরণ করেন। এছাড়াও নানা অনিয়মের অভিযোগ রয়েছে সভাপতির বিরুদ্ধে। এরই প্রতিবাদে বুধবার সকাল থেকে সভাপতির পদত্যাগের দাবিতে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা এবং সড়ক অবরোধ করে। দেড় ঘন্টা পর ঘটনাস্থলে আসেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার শামিম ভূইয়া ও সদর থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান। এরপর শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নেয়।

প্রতিবাদ সভায় বক্তৃতা করেন, বদরগঞ্জ ডিগ্রি কলেজের অধ্যক্ষ শরিফুল ইসলাম, বড়শলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার, খাসকররা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক আব্দুল হান্নান প্রমুখ।

প্রসঙ্গত, গত মঙ্গলবার তেতুল শেখ কলেজের অধ্যক্ষের সাথে সভাপতির আসদাচরণের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। তারই প্রেক্ষিতে বুধবার সকালে আন্দোলনে নামে শিক্ষক-শিক্ষার্থীরা।



আপনার মূল্যবান মতামত দিন: