-2022-06-14-18-56-41.jpg)
কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলো: উপজেলার কালিকাপুর ইউনিয়নের বদরপুর গ্রামের রুহুল আমিনের ছেলে মনির হোসেন (৩০) ও একই গ্রামের আবুল হোসেনের ছেলে মোহাম্মদ ফয়সল (২১)।
মঙ্গলবার (১৪ জুন) দুুপুরে তথ্যটি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, ‘সোমবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার এসআই পীযুষ কান্তি দাস ও এএসআই নজরুলের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ মনির ও ফয়সলকে আটক করে। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে’।
এই বিভাগের অন্যান্য খবর
জনপ্রিয় খবর
আপনার মূল্যবান মতামত দিন: