হালুয়াঘাটে জনশুমারী ও গৃহগণনার চারদিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন

সময় ট্রিবিউন | ১৩ জুন ২০২২, ১১:১০

রোববার ধুরাইল ইউনিয়ন পরিষদে জনশুমারী ও গৃহগণনার চারদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়- ছবি: সময় ট্রিবিউন

হালুয়াঘাট প্রতিনিধি:

ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধুরাইল ইউনিয়ন পরিষদে আয়োজিত রোববার জনশুমারী ও গৃহগণনার চারদিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে ধুরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ওয়ারিছ উদ্দিন সুমন বলেন, অতিতের আদম শুমারী আর এখন যে জনশুমারী হচ্ছে তা এক নয়। দশ বছর পর পর শুমারী হয়ে থাকে তবে তথ্য প্রযুক্তির এই যুগে এই প্রথম ডিজিটাল শুমারী অনুষ্ঠিত হতে যাচ্ছে তাই মাঠে কাজ করে প্রমাণ করতে হবে আপনার প্রশিক্ষণ সুন্দরভাবে শেষ করেছেন। আপনারা এই এলাকার মানুষ। আপনার সঠিক তথ্যে আগামী দিনে এই এলাকার মানুষ সুবিদা পাবে।

এসময় উপস্থিত ছিলেন জোন ৩ এর জোনাল অফিসার   মো. আনোয়ার হোসেন, ট্রেইনার শেখ নুরজ্জামান আক্কাস, শেখ জাকিরিয়া মিলন প্রমুখ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার ১২ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় দুইটি ধাপে এ ট্রেনিং দেওয়া হয়।

রোববার শেষ ব্যাচে ধুরাইল ইউনিয়নে ৭৮ জন সুপারফাইজার ও গণনাকারীদের এ প্রশিক্ষণ দেওয়া হয়।

এসময় গণনাকারীদের শুমারী উপকরণ হিসাবে ট্যাব, কটি, ছাতা, প্যাড, কলম, স্টিকারসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: