পদ্মা সেতু চালু হওয়ার সাথে সাথে মোংলা বন্দর ব্যবহারের চাহিদা ও গুরুত্ব বেড়ে যাবে বলে মন্তব্য করছেন নৌপরিবহন সচিব মোঃ মোস্তফা কামাল।
শনিবার (১১জুন) মোংলা বন্দরের উন্নয়ন প্রকল্প , স্থাপনাদি ও কার্যক্রম পরিদর্শনের সময় তিন এ কথা বলেন।
সচিব বলেন , পদ্মা সেতুর সঙ্গে রেল লাইন চালু হতে যাচ্ছে, কাজেই মোংলা বন্দরের হ্যান্ডেলিং সক্ষমতাসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করতে হবে।
এ সময় মংলা বন্দরের কর্তৃপক্ষ নব নিযোক্ত নৌপরিবহন সচিবকে স্বাগত জানিয়ে মতবিনিময় সভার আয়োজন করে।
বন্দর চেয়ারম্যানের সভাপত্বিতে এ আয়োজনে আরও উপস্থিত ছিলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য ( হারবার এন্ড মেরিন), সদস্য (প্রকৌশল ও উন্নয়ন), বন্দরের বিভাগিয় প্রধানগন, প্রকল্প পরিচালকগন ও অন্যান্য কর্মকর্তাগন।
আপনার মূল্যবান মতামত দিন: