গফরগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্ভাবনী উদ্যােগ বিষয়ক প্রশিক্ষণ

ময়মনসিংহ প্রতিনিধি | ১২ জুন ২০২২, ০১:২১

সংগৃহীত

ময়মনসিংহের গফরগাঁওয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দশটি বিশেষ উদ্ভাবনী উদ্যােগ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শনিবার উপজেলা পরিষদের অডিটোরিয়ামে প্রশাসনের আয়োজনে ও গভর্নেন্স ইনোভেশন প্রধানমন্ত্রীর কার্যালয় ইউনিটের সহযোগিতায় দিনব্যাপি কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো: আবিদুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় জোম লিংকে যুক্ত হয়ে প্রধান অতিথ হিসেবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক।কর্মশালায় উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা:মো:মাঈন উদ্দিন খান,বারবাড়িয়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম,উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ আতাউর রহমান,মহিলা ভাইস চেয়ারম্যান রেশমা আক্তার,সালটিয়া ইউপি চেয়ারম্যান উপজেলার আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক নাজমুল হক ঢালী,লংগাইর ইউপি চেয়ারম্যান ও গফরগাঁও প্রেসক্লাব সভাপতি আব্দুল্লাহ আল আমিন বিপ্লব প্রমূখ অংশ গ্রহন করেন।

প্রধানমন্ত্রীর ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যােগ’র মধ্যে রয়েছে মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করা, একটি বাড়ি একটি খামার, নারীর ক্ষমতায়ন আশ্রয়ন প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, সামাজিক নিরাপত্তা,ঘরে ঘরে বিদ্যুৎ, পরিবেশ সু-রক্ষা, স্বাস্থ্য ও কমিউনিটি ক্লিনিক, শিক্ষা সহায়তা ইত্যাদি কাজ সঠিক ভাবে বাস্তবায়ন করে ব্যাপক প্রচারণা এবং বাস্তবায়ন এছাড়া প্রতিবন্ধকতার বিষয়ে সঠিক পরামর্শ প্রদান করাই হচ্ছে কর্মশালার মুল লক্ষ্য।কর্মশালায় উপজেলা সরকারী দপ্তরের কর্মকর্তাগণ, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, এনজিও কর্মী সহ ৫টি গ্রুপে ৫০ জন প্রশিক্ষণার্থী উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: