চৌদ্দগ্রামে পদ্মা সেতু নির্মাণে অর্থনীতিতে গুরুত্ব শীর্ষক আলোচনা সভা

মনোয়ার হোসেন, কুমিল্লা | ১১ জুন ২০২২, ২৩:০৮

সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে কেন্দ্রীয় যুবলীগের প্রচারণার অংশ হিসেবে যুবলীগ নেতা মোহাম্মদ জসিম উদ্দীনের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের অবস্থান এবং পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্ব শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জুন) বিকালে উপজেলার বাতিসা ইউনিয়নের একতা বাজার ঈদগাঁহ সফিকিয়া দাখিল মাদরাসা মাঠে ও সন্ধ্যায় ঘোলপাশা ইউনিয়নের সলাকান্দি উচ্চ বিদ্যালয় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগের নির্বাহী কমিটির সদস্য, চৌদ্দগ্রামের কৃতি সন্তান মোহাম্মদ জসিম উদ্দীন।

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোহাম্মদ ওবায়েদ উল্লাহ্ পাটোয়ারীর সভাপতিত্বে ও আ'লীগ নেতা জাহাঙ্গীর হোসেনের সঞ্চালনায় একতা বাজার মাদরাসা মাঠে আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো: মহসিন আলম খান, ঘোলপাশা ইউনিয়ন আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সেলিম রানা, বাতিসা ইউনিয়ন যুবলীগ নেতা সালেহ আহম্মদ রাজু প্রমুখ।

এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সুধিজন, পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় আ’লীগ, স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তব্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিতি লাভ করেছে। ভিশন-২০৪১ বাস্তবায়নে সরকার সুপরিকল্পিতভাবে কাজ করে দেশকে দ্রুত এগিয়ে নিয়ে যাচ্ছে। বাংলাদেশের ১৮ কোটি মানুষের আশা-আকাঙ্খার প্রেক্ষিতে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তাঁর সাহসী নেতৃত্বে মেগা প্রকল্প বাস্তবায়নসহ দেশকে ডিজিটালাইজড করতে সক্ষম হয়েছেন। বাংলাদেশ আজ ইউরোপ আমেরিকার কাতারে দাঁড়ানোর প্রতিযোগিতা করছে। এ সময় তিনি বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।



আপনার মূল্যবান মতামত দিন: