জামালপুরে প্রয়াত কবি আহমদ আজিজের স্বরণে আলোচনাসভা ও কবিতা পাঠ

জামালপুর প্রতিনিধি | ১০ জুন ২০২২, ১৩:২৪

সংগৃহীত

"মানুষের মৃত্যু হলে তবু মানব থেকে যায়"এই প্রতিপাদ্যকে সামনে রেখে তৃতীয় প্রয়ান দিবসে কবি আহমদ আজিজের স্বরণে আলোচনা সভা ও কবিতা পাঠের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (৯জুন) রাতে জামালপুর কবিতা পরিষদের আয়োজনে জেলা পরিষদের মিলনায়তনে জাতীয় কবিতা পরিষদ, জামালপুর জেলা শাখার প্রয়াত সভাপতি ও বাংলা সাহিত্যের শক্তিমান কবি আহমদ আজিজের স্বরণে আলোচনা সভা ও কবিতা পাঠের আসর অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে কবিতা পরিষদের সাধারন সম্পাদক তরিকুল ফেরদৌসে সঞ্চলনায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও কবিতা পরিষদের প্রধান উপদেষ্টা কবি মুহাম্মদ বাকী বিল্লাহ এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জামালপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবি খন্দকার মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কবি আব্দুল্লাহ আল মামুন বাবু, শেখ হাসিনা মেডিকেল কলেজের প্রকল্প পরিচালক ও কবিতা পরিষদের উপদেষ্টা কবি ডাঃ মো,মেহেদী ইকবাল, দৈনিক আলোচিত পত্রিকার সম্পাদক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি সাযাযদ আনছারি, কবি আলী জহির, কবি মীর আনিছুল হাসান, সরকারী আশেক মাহমুদ কলেজের অধ্যাপক আঃ হাই আল হাদী, জেলা প্রেসক্লাবে সভাপতি ফজলে এলাহী মাকাম, সাংবাদিক ও কবিতা পরিষদের সদস্য তানভীর আহমেদ হীরা প্রমুখ।

 বক্তারা প্রয়াত কবি আহমদ আজিজের দীর্ঘ জীবনী নিয়ে আলোচনা করেন। এসময় বক্তব্যে উঠে আসে কবির জীবন দশায় তিনি ছিলেন একজন উচ্চমানের সংগঠন,সাদা মনের মানুষ। তার কবিতায় শক্তিশালী শব্দের গাঁথুনিতে কবিতাকে করেছে অমরত্ব। তিনি আধুনিক কবি হিসেবে কবিতা রসের মাধ্যমে বাংলা সাহিত্যে উজ্জল নক্ষত্র হয়ে মানুষের মনি কোঠায় থাকবে। এছাড়াও আগামীতে কবির স্বরণে স্মারকগ্রন্থ প্রকাশ ও প্রতিবছর কবি পুরস্কার প্রদান করার প্রতিশ্রুতি জানান হয়।

 



আপনার মূল্যবান মতামত দিন: