মো. পলাশ ফকির (২৮)। একজন নিয়মিত মাদক কারবারি হিসেবেই পরিচিত সে। সম্প্রতি শুরু করেছে গাঁজার চাষ। এমন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালায় গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় পুলিশ গিয়ে দেখতে পায় গাঁজা গাছের পরিচর্যায় ব্যস্ত তিনি। এসময় হাতেনাতে তাকে গ্রেফতার করে পিরোজপুর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (৮ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৮টি বড় গাঁজার গাছসহ তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার পলাশ ফকির সদর উপজেলার ডুমুরিয়া গ্রামের ছোবাহান ফকিরের পুত্র। তিনি নিয়মিত মাদক কারবারি করতেন।
গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি পলাশ ফকিরের বাড়িতে গাঁজার চাষ হয়। তথ্যমতে অভিযান চালানো হয় তার বাড়িতে। এসময় গিয়ে দেখা যায় গাঁজার বাগান পরিচর্যায় ব্যস্ত তিনি। তার বাগানে এসময় ৮টি বড় আকৃতির গাঁজার গাছ পাওয়া যায়।
পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ ম মাসুদুর রহমান বলেন, ‘এ ব্যাপারে থানায় একটি মাদক মামলার প্রস্তুতি চলছে।’
আপনার মূল্যবান মতামত দিন: