মুহাম্মদ (সা.)-কে কটূক্তি, বিজেপি নেতা গ্রেপ্তার

সময় ট্রিবিউন | ৯ জুন ২০২২, ০৬:৪৬

সংগৃহীত

মহানবী মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করায় ভারতের ক্ষমতাসীন দল বিজেপির এক নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সামাজিক মাধ্যমে কটূক্তি করে পোস্ট দেওয়ায় দলটির যুব সংগঠনের নেতা হার্ষিত শ্রীবাস্তবকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর মঙ্গলবার (৭ জুন) তাকে উত্তর প্রদেশের এক কারাগারে পাঠানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স বলছে, মুহাম্মদ (সা.)-কে নিয়ে কয়েকজন বিজেপি নেতার মন্তব্যের জেরে কূটনৈতিক সংকটে পড়ে নয়াদিল্লি। এরপরই এই নেতাকে গ্রেপ্তারের খবর জানা গেল। যদিও বিতর্কের শুরু বিজেপির সদ্য বরখাস্ত মুখপাত্র নূপুর শর্মার এক মন্তব্য দিয়ে। তাকে গ্রেপ্তার করে দেশ ও বিশ্ব মুসলিমরা দাবি জানিয়ে আসছে। কিন্তু এখনো তাকে গ্রেপ্তার করা হয়নি।

মুহাম্মদ (সা.)-কে নিয়ে বিতর্কিত মন্তব্যের প্রতিবাদ জানিয়ে মুসলমানদের বিক্ষোভকে ঘিরে সাম্প্রদায়িক অস্থিরতার পর উত্তর প্রদেশের কানপুর শহর থেকে শ্রীবাস্তবকে গ্রেপ্তার করা হয়। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) একজন যুবনেতা।



আপনার মূল্যবান মতামত দিন: