দুই ভাইয়ের মারামারি থামাতে গিয়ে ফুফার লাঠির আঘাতে প্রাণ গেল যুবকের

পিরোজপুর প্রতিনিধি | ৯ জুন ২০২২, ০৫:৫০

সংগৃহীত

পিরোজপুরের নেছারাবাদের স্বরুপকাঠী উপজেলায় মোবাইল চুরির অপবাদ দিয়ে মো. নাজমুল ইসলাম নাঈম (২২) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার (৭ জুন) বিকেলে উপজেলার বলদিয়া ইউনিয়নের বিন্না গ্রামে এ ঘটনা ঘটে। নিহত নাজমুল ইসলাম নাঈম একই এলাকার আলিম হোসেনের পুত্র।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিন্না গ্রামে মো. আলিমের ঘর থেকে তার ভাগ্নি মুন্নির একটি মোবাইল হারিয়ে যায়। এ ঘটনায় আলিমের ছেলে নাজমুল ইসলাম নাইম ও তার চাচাতো ভাই মিলে প্রতিবেশী ফুফাতো ভাই সাগরকে মোবাইলের চুরির অপবাদে মারধর করে। 

এ ঘটনাকে কেন্দ্র করে ফুফা কাঞ্চন আলী তাদের থামানোর চেষ্টা করেন। ব্যার্থ হয়ে কাঞ্চল আলী নাঈমকে কাঠের চেড়া দিয়ে পেটালে তিনি গুরুতর আহত হন।

গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে জেলা হাসপাতালে ও পরে বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে বুধবার ভোরে তার মৃত্যু হয়।

নেসারাবাদ থানার উপপরিদর্শক (এসআই) পনির খান বলেন, ‘পরিবারের কাউকে বাড়িতে পাওয়া যায়নি। তাই প্রকৃত তথ্য জানতে পারিনি।’

ঘটনার বিষয়ে নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবির মোহাম্মাদ হোসাইন বলেন, ‘বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের পরিবারে থেকে কেউ এখনও অভিযোগ করেননি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।’

 



আপনার মূল্যবান মতামত দিন: