জামালপুর জেলার ইসলামপুর উপজেলায় যমুনা নদীতে বালুবাহী ট্রলার ডুবির ঘটনায় ট্রলারের দুই শ্রমিক নিখোঁজ হয়েছে।
রবিবার দুপুরে উপজেলার পাথর্শী ইউনিয়নের শশারিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ শ্রমিকরা হলো- ওই ইউনিয়নের শশারিয়াবাড়ী গ্রামের বাদশা মিয়ার ছেলে হুমায়ুন কবির(৪৫) ও একই গ্রামের বকুল মিয়ার ছেলে সাহেব আলী(৫০)।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে যমুনার চর থেকে পাঁচ শ্রমিক ট্রলার নিয়ে বালু তুলতে যায়। ট্রলারে বালু তুলে শশারিয়াবাড়ী নৌকাঘাট এলাকা থেকে ফেরার পথে তীব্র ¯স্রোতের মধ্যে ট্রলারটি ডুবে যায়। এ সময় ওই দুই শ্রমিক নিখোঁজ হলেও ট্রলারে থাকা অপর তিন শ্রমিক আবুল কালাম আজাদ, শাজাহান ও ভিক্কু সাঁতার কেটে পাড়ে উঠতে সক্ষম হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ শুরু করে।
ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খাইরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীতে প্রচন্ড ¯স্রোত থাকায় ডুবে যাওয়া ট্রলারটির অবস্থান নিশ্চিত করতে বিলম্ব হচ্ছে। তবে উদ্ধার তৎপরতা অব্যাহত থাকবে।
দেওয়ানগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহব্বত কবীর জানান, ট্রলার ডুবির ঘটনায় ৯জন যমুনা নদীতে পরে গেলেও সাতজন সাতরিয়ে পাড়ে উঠতে পারলেও, এখনও দুইজন নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অভিযান চালালেও বৈরি আবহাওয়ায় তা ব্যহত হচ্ছে। প্রথম দিনের মত উদ্ধার অভিযান সমাপ্ত করে। আগমীকাল আবারো উদ্ধার অভিযান করা কথা রয়েছে।
আপনার মূল্যবান মতামত দিন: