প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

হালুয়াঘাট প্রতিনিধি | ৫ জুন ২০২২, ০৮:৪৯

সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০ টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার সকালে উপজেলা পরিষদের সভাকক্ষে ইউএনও মো. সোহেল রানার সভাপতিত্বে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের গভর্নেন্স ইনোভেশন ইউনিটের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত দিনব্যাপী এ কর্মশালার

জানা গেছে, জনগণের সেবা দোরগোড়ায় পৌঁছে দেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা-পল্লী সঞ্চয় ব্যাংক, বর্তমানে (আমার বাড়ি আমার খামার), আশ্রয়ণ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, নারীর ক্ষমতায়ণ, ঘরে ঘরে বিদ্যুৎ, কমিউনিটি ক্লিনিক, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, বিনিয়োগ বিকাশ এবং পরিবেশ সুরক্ষা বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর জীবনমান ও আয় বৃদ্ধির কার্যক্রম বৃদ্ধির জন্য ১০টি বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। এই্ ১০ টি উদ্যোগ নিয়ে দিনব্যাপী ডকুমেন্টারি প্রশিক্ষণ দেওয়া হয়।

  এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহমুদুল হক সায়েম, সহকারী কমিশনার (ভূমি) মোঃ তৌহিদুর রহমান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্ণা ঘোষ, ভাইস চেয়ারম্যান শাখাওয়াত হোসেন ফকির, উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র খায়রুল আলম ভূইয়া প্রমুখ। 

দিনব্যাপী কর্মশালায় উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, শিক্ষক, এনজিও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।



আপনার মূল্যবান মতামত দিন: