মাদ্রাসা ছাত্র নিহতের ঘটনায় বিচারের দাবিতে মানববন্ধন

পিরোজপুর প্রতিনিধি | ৫ জুন ২০২২, ০৭:০৯

সংগৃহীত

পিরোজপুরের ভান্ডারিয়ায় গতকাল শুক্রবার বিকেলে মোটরসাইকেল চাপায় মাদ্রাসা ছাত্র আবু তালহা (৮) নিহত হয়।

সে উপজেলার নদমূলা শিয়ালকাঠি ইউনিয়নের দক্ষিণ শিয়ালকাঠি গ্রামের হাবিবুর রহমান উকিলের ছেলে।

এ ঘটনায় দোষীদের গ্রেফতার ও বিচারের দাবিতে আজ শনিবার (৪জুন) দুপুরে মানববন্ধন করেছে তালহার মাদ্রাসার শিক্ষার্থী, শিক্ষক ও অবিভাবকরা। 

ভান্ডারিয়া বন্দর নূরানী তালিমুল কুরআন মাদ্রাসার সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়। সে এই মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীতে পড়তো।

মানববন্ধনে মাদ্রাসার সভাপতি মোঃ বাদশা জোমাদ্দার বলেন, অদক্ষ, মাদকাসক্ত, অল্প বয়সী চালক ও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ইদানীং মোটরসাইকেল দূর্ঘটনা বেড়েছে। আইনের যথাযথ প্রয়োগ না থাকায় যা বেড়েই চলেছে। 

এ সময় বক্তারা তালহা কে মোটরসাইকেল চাপায় হত্যাকারী চালক সাজিদ ইশরাক কে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান।

পরিবার সূত্রে জানা গেছে, গত শুক্রবার বিকেলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কের ব্রাক অফিস সংলগ্ন নতুন রাস্তায় মোটরসাইকেল চাপায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়। এসময়ে মোটরসাইকেল চালক সাজিদ ইশরাক স্থানীয়দের ভয়ভীতি দেখিয়ে পালিয়ে যায়। 

শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি।

সড়ক দুর্ঘটনার ঘটনার তদন্ত কর্মকর্তা ভান্ডারিয়া থানার উপ- পরিদর্শক ( এসআই) মোঃ মোশারফ জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোন মামলা হয়নি। 

 



আপনার মূল্যবান মতামত দিন: