“সম্প্রতি ও ঐক্য গড়ব দেশ, মুক্তিযুদ্ধের বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে আন্তঃধর্মীয় বন্ধু সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ৩ জুন সকালে শহরে মধ্যম পাড়া শৈশৈ ক্যাফেতে বান্দরবান জেলা বন্ধু সভা লিডার উমে মারমা নেতৃত্বে এ আলোচনা সভা হয়।
সভায় নারী নিযার্তন,মাদকাসক্ত, শিশু নিযার্তন,মানব পাচারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
এসময় ঢাকার জাতীয় চার্চ পরিষদের প্রতিনিধি লেয়ার, তুহিন, সাবেক পৌর কাউন্সিলর ক্যসা মারমা, বন্ধুসভা সদস্য মিজানুর রহমান, লুসাইমং মারমাসহ বন্ধুসভা সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, একবিংশ শতাব্দির এই সময়ে যদি শুধু মাত্র নারী হওয়ার কারণে নির্যাতনের শিকার হতে হয় তা সত্যিই আমাদের জন্য বেদনাদায়ক এবং উদ্বেগের বিষয়। পাশাপাশি নারীর প্রতি যে সহিংসতা, যৌন হয়রানী, নিপীড়ন এগুলো আমাদেরকে ভাবিয়ে তুলছে। তাই শিক্ষকগণ থেকে শুরু করে সমাজের প্রতিটি স্থান থেকে নারী নির্যাতন প্রতিহত করতে আমাদের এগিয়ে আসতে হবে। সেই সাথে আমাদের দেশের কয়েক শ্রেনী যুবকরা মাদকশক্ত ঝুকছেন,দিনদিন বাড়ছে শিশু নির্যাতন ও কিছু অসাধু চক্র মানুষের কারণে বিদেশে মানুশ পাচার করছে। সেইসব বিরুদ্ধে আমাদের সবাইকে এগিয়ে এসে প্রতিরোধ করতে। তাই আমাদের উচিত এ প্রতিরোধ বিষয়ের জনসচেতন নাগরিকের কাছে পৌছে দেওয়া।
আপনার মূল্যবান মতামত দিন: