ময়মনসিংহে খেলাধুলা করার সময় বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

ময়মনসিংহ প্রতিনিধি | ৩ জুন ২০২২, ০৫:৩৩

সংগৃহীত

ময়মনসিংহের ভালুকায় মাদ্রাসার মাঠে খেলাধুলা করার সময় বজ্রপাতে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ জুন) দুপুর ২টার দিকে রাজৈ ইউনিয়নের পনাশাইল সৌদিয়ান মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সাফা মারওয়া (১০) উপজেলার রাজৈ ইউনিয়নের মোহনা গ্রামের সোহাগ মিয়ার মেয়ে এবং মানসুরা মীম (৯) এবং ইউনিয়নের পনাশাইল গ্রামের আজাহার মিয়া মেয়ে।

দুইজনই স্থানীয় একটি মাদ্রাসার নাজেরা বিভাগের শিক্ষার্থী ছিল।স্থানীয়দের বরাত দিয়ে তিনি বলেন, দুপুর দিকে রাজৈ ইউনিয়নের পনাশাইল সৌদিয়ান মসজিদ এলাকার একটি মাঠে খেলাধুলা করছিল। এসময় হঠাৎ বজ্রপাতে সাফা মারওয়া ঘটনাস্থলেই মারা মারা যায়। এসময় মীমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  

এআই বিল্লাল হোসেন আরও বলেন, আমি এখনো ঘটনাস্থলে কাজ করছি। এই ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন: