মোংলায় গাছ থেকে উদ্ধার হলো অজগর সাপ

আলী আজীম, মোংলা (বাগেরহাট): | ৩ জুন ২০২২, ০২:০২

সংগৃহীত

বাগেরহাটের মোংলা উপজেলার একটি বাড়ির গাছ থেকে ৯ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে। 

বৃহস্পতিবার (২ জুন) দুপুরে উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৪নং ওয়ার্ডের খড়মা কাটাখালী গ্রামের এরশাদ নগর এলাকার মান্নান ফকিরের বাড়ির গাছ থেকে অজগর সাপটি উদ্ধার করে। উদ্ধার হওয়া সাপটি ৯ফুট লম্বা ওজন ৫কেজি।

এলাকাবাসী জানায়, বাড়ির বাহিরে গাছের উপর একটি অজগর সাপ জড়িয়ে রয়েছে দেখে আমরা টাইগার স্কাউট সদস্য মোঃ মারুফ হাওলাদার বাবুকে অবহিত করলে তিনি কাটাখালি টহল ফাড়ির ওসি মোঃ নজরুল ইসলাম মোল্লাকে জানান। তিনি তার স্টেশন কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মোক্তাদিকে জানান।

পরে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জিউধরা ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মোক্তাদি সাপটি উদ্ধার করে।

এ বিষয়ে পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের জিউধরা ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শাহাজাহান মোক্তাদি বলেন, খবর পেয়ে আমি অজগর সাপটি উদ্ধার করার জন্য রওনা দেই।

পরে দুপুরের দিকে আমরা স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় সাপটিকে গাছ থেকে উদ্ধার করি।  

উদ্ধার করা অজগর সাপটি বড়ইতলা টহল ফাড়ীর বনের ভিতরে অবমুক্ত করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন, জিউধরা স্টেশন কর্মকর্তা বি এম মোঃ রাকিব,কাটাখালী টহল ফাড়ীর বি এম মোঃ রুবেল,বড়ইতলা টহল ফাড়ী ওসি মোঃ জাকির হোসেন, কচুবুনিয়া বিটি আরটি টিম লিডার মোঃ আলমগীর সিকদার ও কবির হোসেন সিপিজি টিম লিডার মোঃ মজনিয়ার রহমান (পিন্টু)।

 



আপনার মূল্যবান মতামত দিন: