জামালপুরে তামাকের শক্তিশালী কর নীতির দাবীতে মানববন্ধন

জামালপুর প্রতিনিধি | ২ জুন ২০২২, ১০:০৪

সংগৃহীত

জামালপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস ২০২২ উপলক্ষে তামাক মুক্ত পরিবেশ, সূস্বাস্থের বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে তামাক কর নীতি প্রণয়ন করা দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (১ জুন) দুপুরে শহরের বকুল তলা চত্বরে বিএনটিটিপি ও বাটার আয়োজনে এবং জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি( নাটাব) জামালপুরের সহযোগীতায় বিশ্ব তামাক মুক্ত দিবসে পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষা শক্তিশালী তামাক কর নীতি প্রণয়নের দাবীতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

উক্ত মানববন্ধনে উপস্থিতি হয়ে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি নাটাবের সভাপতি তানভীর আহমেদ হীরার সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, সিভিল সার্জন কার্যালয়ের জুনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো, আনিছুর রহমান, টিআইরির এরিযা সম্বনয়কারি আরিফ হোসেন, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাযাযদ আনসারি সাংবাদিক খন্দকার ফুয়াদ হোসেন, ব্রিটিশ কাউন্সিলের ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর সফিকুজ্জামান সফি এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিনগন উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুসারে ২০৪০ সালের মধ্যে তামাকমুক্ত বাংলাদেশ গঠন করবে তার ধারাবাহিকতায়  

পরিবেশ ও স্বাস্থ্য সুরক্ষা শক্তিশালী তামাক কর নীতি প্রণয়ন করা দরকার। আধুনিক ও কার্যকর করারোপ ও আদায় পদ্ধতির প্রচলণ করা হোক।তামাকের কর ব্যবস্থার জটিলতা কমিয়ে, সুশৃংখল শক্তিশালী কর ব্যবস্থা প্রণয়ন করা প্রয়োজন হয়ে উঠেছে 



আপনার মূল্যবান মতামত দিন: