হালুয়াঘাট হাসপাতালে অবহিতকরণ ও পরিকল্পনা সভা

হালুয়াঘাট প্রতিনিধি | ২ জুন ২০২২, ১০:০৮

সংগৃহীত

সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন প্রথম রাউন্ড বাস্তবায়নে এক অবহিত করণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়ছে। ১২-১৬ জুন ৬ থেকে ১১ মাস বয়সী সকল শিশুকে একটি নীল রঙের ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে দুটির নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। 

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সোহেল রানার সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ইনচার্জ ডাক্তার সৈয়দ সাদ ইবনে ওয়াসেক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার সূত্রধর, ২ নং জুগলি ইউপি চেয়ারম্যান মোঃ সামাদুল ইসলাম সহ ইউনিয়ন পর্যায়ের সকল স্বাস্থ্য কর্মী ও পরিবার পরিকল্পনার মাঠ কর্মীগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মেডিকেল টেকনোলজিস্ট( ইপিআই) দিলীপ কুমার রায়।

সভায় আগামী ১২ থেকে ১৬ই জুন চারদিনব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সঠিকভাবে বাস্তবায়নের জন্য বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকর্মী ও পরিবার পরিকল্পনা। তিনি মাঠকর্মীদের এ ব্যাপারে সহযোগিতা করার জন্য আহ্বান জানান। 

 



আপনার মূল্যবান মতামত দিন: