থানচিতে অভিযান চালিয়ে ৫০হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে অভিযানে টের পেয়ে পাচারকারীরা পালিয়েছে বলে জানা যায়।
১ জুন বুধবার সন্ধ্যায় তিন্দু ইউনিয়নের অভিযান চালিয়ে বড় পাথর পর্যটন কেন্দ্রের এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়। যার বাজারের মূল্যে ১ কোটি ৫০ লক্ষ টাকা বলে জানা যায়
বিজিবি জানান, গোপন সংবাদে ভিত্তিতে এসময় বিজিবি ৩৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লে: কর্নেল খন্দকার মুহাম্মদ শরীফ – উল- আলম পিএসসি নেতৃত্বে অভিযান পরিচালনা করেন বিজিবি। এসময় তিন্দু ইউনিয়নের অভিযান চালিয়ে বড় পাথর পর্যটন কেন্দ্রের এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
লেঃ কর্ণেল খন্দকার মুহাম্মদ শরীফ-উল-আলম, পিএসসি জানিয়েছেন, অভিযান চালিয়ে দুর্গম এলাকা থেকে ইয়াবা উদ্ধার করা হয়েছে। এবং বাংলাদেশ-মায়ানমার সীমান্ত এলাকায় দায়িত্ব পালনের পাশাপাশি সেনা রিজিয়নের জোন হিসেবে ‘অপারেশন উত্তরণ’এর আওতায় দায়িত্ব পালন করে আসছে।
আপনার মূল্যবান মতামত দিন: