জামালপুরে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত

জামালপুর প্রতিনিধি | ১ জুন ২০২২, ০১:২৯

সংগৃহীত

তামাক মুক্ত পরিবেশ, সূস্বাস্থের বাংলাদেশ। এই প্রতিপাদ্য কে সামনে রেখে ৩১ মে সারা বিশ্বের ন্যায় জামালপুরেও পালিত হয়েছে বিশ্ব তামাক মুক্ত দিবস ।দিবসটি পালন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

মঙ্গলবার (৩১মে) জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে সকালে এক বণার্ঢ্য শোভাযাত্রা শহরের ফৌজদারি চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে সিভিল সার্জন কার্যালযে এসে শেষ হয়। পরে সেখানে বীর মুক্তিযোদ্ধা ডা, নজরুল ইসলাম সভা কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উক্ত আলোচনা সভায় জামালপুর সিভিল সার্জন ডা, প্রনয় কান্তি দাসের সভাপতিত্বে জুনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমানের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ উত্তম কুমার সরকার,ডা,স্বাগত সাহা, জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি ( নাটাব ) জামালপুর এর সভাপতি তানভীর আহমেদ হীরা, জামালপুর জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহি মাকাম, এছাড়াও বক্তব্য রাখেন, সমাজ উন্নয়ন ও প্রশিক্ষন কেন্দ্রের প্রধান নির্বাহী, মোহাস্মদ এনামুল হক, জেলা ব্রাকের সম্বনয়কারি মো, মনির হোসেন অধ্যাপক তারিকুল ফেরদৌস , এনজিও সংস্থা, বাটা, টিআইবি, রক্তের বন্ধন এর প্রতিনিধিগন উপস্থিত ছিলেন ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমানে কোন সুনির্দিষ্ট তামাক কর নীতি নেই। মূল্যের ওপর শতাংশ হারে করারোপ; জটিল এবং ত্রুটিপূর্ণ কর আদায় পদ্ধতিতে কর ফাঁকি দেওয়ার সুযোগ আছে। তাই সুশৃংখল পদ্ধতিতে নীতিমালা প্রণয়ন করতে হবে। সে ক্ষেত্রে তামাক কর ব্যবস্থা একটি সাধারণ নিয়মের মধ্যে আসবে। আধুনিক ও কার্যকর করারোপ ও আদায় পদ্ধতির প্রচলণ হবে। তামাক ব্যবহারে কুফল সম্পর্কে আলোচনা করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: