ইউপি চেয়ারম্যান সেলিম গাজীর জামিন নামঞ্জুর

চাঁদপুর প্রতিনিধি | ৩১ মে ২০২২, ১১:২৮

সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৯ নং জহিরাবাদ ইউনিয়নের মেঘনা নদীতে স্পিডবোট জব্দের মামলায় জহিরাবাদ ইউপি চেয়ারম্যান সেলিম গাজীর জামিন নামঞ্জুর করে ৪ আসামীকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে ৷

সোমবার ( ৩০ মে) মতলব উত্তর কোর্ট সিনিয়র চীপ-জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ কামাল হোসাইন এর আদালতে জামিন চাইলে বিজ্ঞ আদালত জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন ৷

জানা যায় , ২৪ জুলাই ২০২১ ইং তারিখে রবিবার বিকেল ৪ টায় মেঘনা নদি হতে স্পীড বোর্ড (এস পি বি, মেহেরীমা এম ০১- ৩০১৮) আটক করে জহিরাবাদ ইউপির চেয়ারম্যান সেলিম তার বাড়ীর সামনে আটকে রাখেন ৷ খবর পেয়ে ঘটনাস্থলে স্পিডবোট নিয়ে যাওয়ার ঘটনায় বিরোধ সৃষ্টি হওয়ার আশংকায় ঘটনাস্থলে যান মতলব জোনের এসপি সার্কেল ইয়াছির আরাফাত ও মতলব উত্তর থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল ৷

তখন স্পিডবোট টি থানা পুলিশ জব্দ করতে চাইলে সেলিম চেয়ারম্যান পুলিশকে বাধা প্রদান করেন । স্পিডবোট না পেয়ে স্পিডবোট মালিক কাজী মতিন থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ জহিরাবাদ ইউপি চেয়ারম্যান সেলিমের বাড়ীর সামনে থেকে স্পীট বোর্ডটি উদ্ধার করেন ৷

উক্ত ঘটনায় কাজী মতিন বাদী হয়ে ১২ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন মামলা নং জিআর ১৬৩/২১ ৷ তারিখ ২৫- ৭- ২০২১ ইং এই মামলার ৪ জন আসামি সোমবার ৩০ মে চাঁদপুর আদালতে জামিন আনতে গেলে বিজ্ঞ আদালত তাদের জামিন নামুঞ্জুর করে জেলহাজতে প্রেরনের নির্দেশ দেন ৷ আটককৃতারা হলো, মামলার ১ নাম্বার আসামী জহিরাবাদ ইউপি চেয়ারম্যান সেলিম গাজী, ৪ নাম্বার আসামী ইউপি সদস্য কাজল মেম্বার, ৫ নাম্বার আসামী শফিক ও ১২ নাম্বার আসামী গাজী নাজমুল ৷ ৩ জন আসামী জামিনে আছেন এবং বাকী ৫ জন আসামী পলাতক রয়েছেন বলে জানা যায় ৷



আপনার মূল্যবান মতামত দিন: