ফরিদপুরের নগরকান্দায় ভ্রুন হত্যার বিচার দাবীতে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি | ৩০ মে ২০২২, ০৬:১০

সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় গর্ভের ভ্রুন হত্যার বিচার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকাল ৪ টায় উপজেলার লস্করদিয়া ইউনিয়নের দাদপুর গ্রামের নারী ও শিশুসহ প্রায় দেড় শতাধিক সাধারণ মানুষ ভ্রুন হত্যার বিচার দাবীতে নগরকান্দা প্রেসক্লাবের সামনে মানববন্ধনে অংশ নেয়।

মানববন্ধনটির নেতৃত্ব দেন দাদপুর গ্রামের মুনসুন মাতুব্বরের ছেলে সাহিদুল মাতুব্বর।

অভিযোগ ও এলাকাবাসী সুত্রে জানাযায়, গত ৯ মার্চ ২০২২ বুধবার জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে দাদপুর গ্রামের মৃত কাদের শেখের ছেলে এসকেন শেখ (৫০) ও সেকেন শেখের (৪১) সাথে তাদের চাচা মান্নান শেখের ছেলে ডাঃ এনায়েত শেখ (৪০), লিয়াকত শেখ (৩৭) ও কেরামত শেখ (৩৪) এর বিরোধ চলছিলো।

বিরোধের জেরে ঐ দিন দুপুরে এসকেন শেখকে মারধর করে চাচাতো ভাই এনায়েত শেখ , লিয়াকত শেখ ও কেরামত শেখ গংরা। এসময় স্বামীকে বাচাতে এসকেন শেখের স্ত্রী ৩ মাসের অন্তঃসত্ত্বা মর্জিনা বেগম (৩২) এগিয়ে এলে তাকেও বেধরক মারধর ও পেটে লাথি মারতে মারতে পাশের একটি পুকুরের মধ্যে ফেলে দেয় মারধরকারীরা । এসময় তার পেটে লাথির আঘাতে গর্ভের বাচ্চাটির মৃত্যু হয়।

এ নিয়ে নগরকান্দা থানায় অভিযোগ করতে গেলে প্রতিপক্ষের আধিপত্যের কারনে অভিযোগ করতে ব্যর্থ হয়।

পরবর্তীতে গত ১৪ মার্চ এসকেন শেখ বাদি হয়ে ফরিদপুরের আদালতে ৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এতেও আসামিদের আধিপত্যের প্রভাবে ধরা ছোয়ার বাইরে থেকে যায় অভিযুক্ত ডাঃ এনায়েত, লিয়াকত ও কেরামতরা।

এ ঘটনায় অসহায় ভুক্তভোগী পরিবারটির পাশে দাড়িয়ে ২৯ মে রবিবার বিকাল ৪ টায় মানববন্ধনের আয়োজন করে গ্রামবাসী।

মানববন্ধনে উপস্থিত বক্তারা অভিযুক্ত ডা. এনায়েত, লিয়াকত ও কেরামতের দৃষ্টান্তমুলক কঠিন বিচার দাবী করেন।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: