কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) দিবস-২০২২ উপলক্ষে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে এজ জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ মে) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে জাঁকজমকপূর্ণ আয়োজনের জন্য প্রশাসনকে অনুরোধ জানায় শিক্ষার্থীরা। প্রশাসন পর্যাপ্ত বাজেট না থাকার কারণ দেখিয়ে র্যালি, কেক কাটা ও সংক্ষিপ্ত আলোচনার মধ্যেই সীমাবদ্ধ রাখে। পরবর্তীতে শিক্ষার্থীদের নিজস্ব অর্থায়নে ও স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ, গান, কবিতা, আবৃত্তি ও নাটক উপস্থাপন করা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক সংগঠন থিয়েটার, আবৃত্তি সংগঠন অনুপ্রাস, ব্যান্ডদল প্লাটফর্ম সহ অন্যান্য সংগঠনের সদস্যবৃন্দ অংশ নেয়।
আপনার মূল্যবান মতামত দিন: