১৪ মাস পর ভারতে গেলো মৈত্রী এক্সপ্রেস ট্রেন

চুয়াডাঙ্গা প্রতিনিধি | ৩০ মে ২০২২, ০৫:৩৫

সংগৃহীত

দুই বছর দুই মাস ১৪ দিন পর ঢাকা-কলকাতা রুটে মৈত্রী এক্সপ্রেস ট্রেনের যাত্রা শুরু হয়েছে।

রবিবার দুপুর ২টার দিকে ১৭০ জন যাত্রী নিয়ে ভারতের উদ্দেশ্যে রওনা হয়। এর আগে ট্রেনটি সকাল ৮টা ১৫ মিনিটে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে ছেড়ে আসে। দুপুর পৌনে ২টার দিকে মৈত্রী ট্রেনটি চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তে পৌছায়।

এসময় ভারত ও বাংলাদেশের রেলওয়ে কর্মকর্তাদের মধ্যে ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়। বাংলাদেশের পক্ষে রেলওয়ে রাজশাহী বিভাগীয় বাণিজ্যিক রেলওয়ে কর্মকর্তা মো. নাসির উদ্দিন ফুলেল শুভেচ্ছা দেন ভারতীয় কলকাতা রেলওয়ে পরিচালক সঞ্জয় কুমারকে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ রেলওয়ে রাজশাহী বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ ইঞ্জিনিয়ার এমএম রাজিব বিল্লা, রেলওয়ে পাকশী নিরাপত্তার কমান্ডেন্ট মোরশেদ আলম, দর্শনা রেলওয়ে নিরাপত্তা ইনচার্জ (ওসি) হাসান সাহাবুল, দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ (ওসি) মঞ্জুর আহমেদসহ কর্মকর্তাবৃন্দ। দুপুর ২টার দিকে দর্শনা আন্তর্জাতিক স্টেশন থেকে মৈত্রী এক্সপ্রেস ট্রেনটি ভারতের উদ্দেশ্যে রওনা হয়।



আপনার মূল্যবান মতামত দিন: