ফের বান্দরবান-থানচি সড়কের জীবননগর পাহাড় থেকে ৩শত ফুট নিচে খাদে পড়ে ইস্পাত বহনকারী একটি ট্রাক দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১ জন নিহত হয়েছে ও আহত হয়েছেন আরো ৩ জন। তবে স্থানীয়রা ঘটনাস্থল থেকে হতাহতদের উদ্ধার করে বান্দরবানে সদর হাসপাতালে প্রেরণ করেন।
২৯ মে রবিবার দুপুর সাড়ে ১২ টায় নীল দিগন্ত কেন্দ্র এলাকায় জীবননগর পাহাড়ে এ ঘটনা ঘটে।
আহত হলেন-গাড়ি চালক মোঃ আব্দুল মজিদ। তবে নিহত ও ২জনের আহতদের নাম ঠিকানা এখনো পাওয়া যায়নি।
স্থানীয় ও পুলিশ জানায়, কর্টেজ তৈরীর জন্য ইস্পাতের সরঞ্জাম গাড়ি ভর্তি করে বান্দরবান থেকে থানচি উদ্দেশ্যে যাচ্ছিলেন। এসময় নীল দিগন্ত সংলগ্ন জীবননগর পাহাড় সড়কে রাস্তার মোড়ের নিয়ন্ত্রণ হারিয়ে ৩শত ফুট গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলে চালকসহ ৩ জন গুরত্বর আহত ও মালামালদার ১ জন মারা যায়।
ঘটনা সত্যতা নিশ্চিত করে থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় বলেন, থানচির জীবননগর পাহাড়ে ঢালু রাস্তা মোড়ের আবারও ফের একটি মালবাহী ট্রাকের খাদে পড়ে খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ একটি টিম পাঠানো হয়েছে।
উল্লেখ্য- বৃহস্পতিবার ২৬ মে সকালে একই স্থানে পড়ে পর্যটকবাহী মাইক্রোবাস খাদে পরে বুয়েটে কর্মচারী ৩ জন নিহত হন। ও আহত হয়েছেন আরো ৬ জন।
আপনার মূল্যবান মতামত দিন: