মাঙ্কিপক্স নিয়ে সতর্ক অবস্থায় চুয়াডাঙ্গার জয়নগর ইমিগ্রেশন

চুয়াডাঙ্গা প্রতিনিধি | ৩০ মে ২০২২, ০৩:১৮

সংগৃহীত

মাঙ্কিপক্স নিয়ে সতর্ক অবস্থায় রয়েছে চুয়াডাঙ্গার জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে দায়িত্বরত স্বাস্থ্য বিভাগ। কেবলমাত্র প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমেই বাংলাদেশে প্রবেশ করতে পারছেন পাসপোর্টধারীরা। গত ২১ মে স্বাস্থ্য বিভাগের সতর্কতামূলক নির্দেশনার পর থেকেই জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টে এ পদক্ষেপ নেয়া হয়। যদিও করোনা পরিস্থিতির কারণে এ চেকপোস্টে আগে থেকেই তৎপর ছিলো স্বাস্থ্য বিভাগ।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২১ মে স্বাস্থ্য বিভাগ থেকে সারাদেশের বন্দর ও চেকপোস্টে সতর্কতামূলক পদক্ষেপ নেয়ার নির্দেশ দেয়া হয়। এ নির্দেশনার পর থেকেই চুয়াডাঙ্গার জয়নগর চেকপোস্টের ‘হেলথ স্ক্রিনিং বুথে’ মাঙ্কিপক্স সতর্কতা অবলম্বন করা হচ্ছে। নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে যাত্রীদের গমনাগমন নিশ্চিত করা হচ্ছে।

জয়নগর চেকপোস্ট সূত্র জানায়, ভিসা জটিলতার কারনে জয়নগর চেকপোস্ট দিয়ে বাংলাদেশী যাত্রীদের যাতায়াত সীমিত থাকলেও ভারতীয় যাত্রীরা নিয়মিত আসা-যাওয়া করছেন। যারা ভারত থেকে আসা-যাওয়া করছেন তাদের সবার উপর বিশেষ নজর রাখা হচ্ছে।

যাতায়াতকারী পাসপোর্টধারীরা বলছেন, জয়নগর ইমিগ্রেশনে দায়িত্বরত মেডিকেল টিম স্বাস্থ্য পরীক্ষার পর যাত্রীরা আসা-যাওয়া করতে পারছেন।

জয়নগর চেকপোস্টে দায়িত্বরত ইমিগ্রেশন ইনচার্জ এসআই আব্দুল আলিম জানান, বর্তমানে এ পথে প্রতিদিন অন্তত ৪০০ যাত্রী যাতায়াত করছেন। এদের সিংহভাগই ভারতীয়। এ কারনে এ পথে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। করোনা পরিস্থিতির কারনে আগে থেকেই এ চেকপোস্টে স্বাস্থ্যবিভাগ দায়িত্বরত ছিলো। মাঙ্কিপক্সের বার্তা পাওয়ার পর বাড়তি সতর্কতা নেয়া হয়েছে।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য সহকারি মো. শামীম খান জানান, মাঙ্কিপক্স সতর্ক বার্তা পাওয়ার পর থেকেই ভারত-বাংলাদেশ যাতায়াতকারীদের স্বাস্থ্যের বিষয়ে বিশেষ নজর দেয়া হচ্ছে। পরীক্ষা করা হচ্ছে হাত-পা এবং বুক-পিঠের অংশবিশেষ। তিনি বলেন, এখনও পর্যন্ত এ পথে যাতায়াতকারীদের মধ্যে সন্দেহজনক কাউকে পাওয়া যায়নি।



আপনার মূল্যবান মতামত দিন: