মোংলায় বাল্য বিবাহ সস্পর্কে জনসচেতনতামূলক আলোচনা সভা

মোংলা প্রতিনিধি | ২৯ মে ২০২২, ০৯:০৯

সংগৃহীত

মোংলায় উন্নয়ন সংস্থা সালোম এর উদ্যোগে বাল্য বিবাহ সম্পর্কে জনসচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সালোম মোংলার এরিয়া ব্যবস্থাপক তাপস বাড়ইর সভাপতিত্বে শনিবার (২৮ মে) দুপুরে সেন্ট পলস ক্যাথলিক মিশন চত্বরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, "বর্তমানে নারীর সামাজিক পদমর্যাদা ও অর্থনৈতিক অগ্রগতি অনেক বেড়ে গেছে। জনসচেতনতা সৃষ্টির মাধ্যমে আমরা যদি বাল্য বিবাহ রোধ করে একজন মেয়েকে লেখাপড়ার পাশাপাশি বিকশিত হওয়ার সুযোগ দিতে পারি তাহলে সে সমাজে প্রতিষ্ঠিত হতে পারবে।"

তিনি আরো বলেন, এখনো অনেক অভিভাবক আছেন যারা কম বয়সে মেয়েদের বিয়ে দিয়ে তাদের জীবনকে ঝুঁকির মূখে ফেলে দেন। আমাদের কাছে অনেক জায়গা থেকে বাল্য বিবাহের খবর আসে। প্রতিটি পরিবারের উচিৎ বাল্য বিবাহের হাত থেকে তাদের সন্তানকে রক্ষা করা, সন্তানের নিয়মিত খোঁজ খবর নেয়া, তারা কোথায় যায়, কি করে! সে বিষয়ে খোঁজ খবর রাখার দায়িত্ব অভিভাবকের। কোথাও বাল্য বিবাহের ঘটনা চোখে পড়লে তাৎক্ষণিক স্থানীয় প্রশাসন, চেয়ারম্যান মেম্বারকে জানাতে সকলের সকলের প্রতি আহ্বান জানান তিনি।

সভায় আরো বক্তব্য রাখেন সালোম এর প্রোগ্রাম অফিসার আশুতোষ মিস্ত্রি, মনিটরিং অফিসার শিমন বিশ্বাস, জেন্ডার সিও ক্রিষ্টিনা হিয়া বাড়ই, সাংবাদিক মনির হোসেন প্রমূখ।

আলোচনা সভায় সঞ্চালনা করেন জেন্ডার অফিসার এলিজাবেথ সরকার। সার্বিক সহযোগিতা করেন সালোম এর কমিউনিটি অর্গানাইজারবৃন্দ।



আপনার মূল্যবান মতামত দিন: