পথশিশুদের মাঝে ১ টাকায় ঈদের পোশাক

সময় ট্রিবিউন | ২৯ এপ্রিল ২০২২, ০৫:৫৩

ছবিঃ সংগৃহীত

ব্যতিক্রমী এক উদ্যোগ সাড়া ফেলেছে চট্টগ্রামের পথশিশুদের মাঝে। নতুন পোশাক পেয়ে আনন্দে মেতেছে তারা। ইদুল ফিতর উপলক্ষে ভাসমান পথশিশুদের মাঝে এক টাকার বিনিময়ে নতুন পোশাক বিতরণ করে সর্বসাধারণের দৃষ্টি আকর্ষণ করেছে নগরের চান্দগাঁও থানা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলওয়ে স্টেশনে ভাসমান পথশিশুদের মাঝে এই ঈদ উপহার বিতরণ করা হয়। চান্দগাঁও থানা ছাত্রলীগের সভাপতি মো. নুরুন নবী সাহেদ এই কর্মসূচি শুরু করেছেন।

নুরুন নবী সাহেদ বলেন, ‘প্রথমদিনে আমরা ৩০০ পথশিশুর মাঝে পোশাক বিতরণ করেছি। এক টাকার বিনিময়ে ছেলেমেয়েরা এসে পোশাক কিনে নিয়েছেন। তারা যাতে নিজেদের ভিক্ষুক মনে না করে, সেজন্য প্রতীকী দামে পোশাক দিয়েছি। পোশাকের মধ্যে প্যান্ট, শার্ট, পাঞ্জাবি, মেয়েদের কামিজ ছিল। এই কার্যক্রম রমজানের শেষদিন পর্যন্ত অব্যাহত থাকবে।'

এছাড়াও রমজানের শেষ দিনে এক টাকার বিনিময়ে সেমাই, নুডলস, চিনি, শরবত তৈরির উপকরণ দেয়া হবে বলে নুরুন নবী সাহেদ জানিয়েছেন।

পোশাক বিতরণের সময় ছাত্রলীগ নেতা সাজ্জাদ আলম, নুর মোহাম্মদ সানী, শাহাদাত হোসেন আবির, কাজী তফসির, মাহিআল ফয়সাল উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন: