পাইকগাছায় প্রধানমন্ত্রীর মানবিক সহয়তা'র চেক বিতরণ

পাইকগাছা প্রতিনিধি | ২৪ এপ্রিল ২০২২, ০৪:৪৯

ছবিঃ সংগৃহীত

খুলনার পাইকগাছায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র মানবিক উপহার স্বরুপ অসুস্থ্য ১৯ নারী-পুরুষ ৯ লাখ ৪০ হাজার টাকার চেক পেয়েছেন। শনিবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে খুলনা-৬ ( পাইকগাছা-কযরার) এমপি মোঃ আক্তারুজ্জামান বাবু প্রধান অতিথি হিসেবে সুবিধাভোগীদের হাতে এ অর্থ চেক বিতরণ করেন।

উপজেলা প্রশাসন আয়োজিত সভায় সহকারী কমিশনার ( ভূমি) মোঃ শাহরিয়ার হকের সভাপতিত্বে এ সভায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরন সাধু, সম্পাদক আনন্দ মোহন বিশ্বাস।

উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলুর পরিচালনায় এ অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, আঃ ছালাম কেরু, শাহাজাদা মোঃ আবু ইলিয়াস, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম সাংবাদিক স্নেহেন্দু বিকাশ, আঃ আজিজ, সায়েদ আলী মোড়ল কালাই ও চেক প্রাপ্তদের মধ্যে আঃ সাত্তার সহ অনেকে।

এ সময় আরোও উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা আরশাদ আলী বিশ্বাস, বিভুতী ভুষন সানা, নির্মল ঢালী, নির্মল অধিকারী,নির্মল বৈদ্য, মজিদ বয়াতী, তুপ্তি রঞ্জন সেন,মিজানুর রহমান,দিলীপ ঢালী, বিমল পাল, যুবলীগের সাবেক নেতা আঃ বারিক গাজী, এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, ইউপি সদস্য হাসানুজ্জামান, ইউনুস আলী, ফাতেমাতুজ জোহরা রুপা, সাবেক সদস্য নাজমা কামাল, বিশ্বজিৎ দফাদার, ছাত্রলীগর সাবেক নেতা তানজিম মোস্তাফিজ বাচ্চু, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, সাব্বির হোসেন, মওদুদ, নয়ন,নাছিম, বাদসা, ওহিদুর, রাকিব, তানভিরসহ সুবিধা ভোগী মানুষ।



আপনার মূল্যবান মতামত দিন: