ফরিদপুরে নানা আয়োজনে উদযাপন করা হচ্ছে বাংলা নতুন বছর ১৪২৯

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি | ১৫ এপ্রিল ২০২২, ০১:৫৭

ছবিঃ সংগৃহীত

ফরিদপুরে নানা আয়োজন ও কর্মসুচির মাধ্যমে উদযাপন করা হচ্ছে বাংলা নতুন বছর ১৪২৯ । করোনা মহামারীর ধকল কাটিয়ে অনেকটা স্বাভাবিক পরিবেশে ফিরে এসেছে বাংলা নববর্ষ। নতুন সূর্যোদয়ের সঙ্গে ইতিহাসের পাতায় ঠাঁই নিল আরেকটি বছর। সূচনা হলো নতুন বাংলা সাল। জীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, ‘মুছে যাক গ্লানি’ এভাবে বিদায়ী সূর্যের কাছে এ আহবান জানায় বাঙালি।

এ উপলক্ষ্যে সকাল থেকেই নানা কর্মসূচি হাতে নিয়েছে ফরিদপুর জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।
সকাল ৯ টায় জেলা প্রশাসন প্রাঙ্গন হতে মঙ্গল শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা প্রদক্ষিন করে। এ সময় মঙ্গল শোভা যাত্রায় অংশ গ্রহন করেন জেলা প্রশাসক অতুল সরকার , পুলিশ সুপার মো আলিমুজ্জামান ,জেলা আঃলীগের সভাপতি সুবল চন্দ্র সাহা, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস সহ ফরিদপুরের ছোট থেকে বড় সর্বস্তরের আপামর জনগনেরা । এর পরে শিশু চত্ত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার জানান, কোভিড পরিস্থিতি ও মাহে রমজানকে মাথায় রেখে দিনব্যাপী সীমিত আকারে র‍্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

 

 



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর