ফরিদপুরের নগরকান্দায় আশ্রয়ণ প্রকল্প পরিদর্শনে বিভাগীয় কমিশনার

এহসান রানা, ফরিদপুর প্রতিনিধি | ১৪ এপ্রিল ২০২২, ১২:৫৯

ছবিঃ সংগৃহীত

ফরিদপুরের নগরকান্দায় ভূমিহীন, গৃহহীনদের জন্য জমি ও ঘর দেওয়া আশ্রায়ণ প্রকল্পের নির্মিত ঘর পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।

বুধবার (১৩ এপ্রিল) বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের কফাই বালিয়া আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন।

ভূমিহীন, গৃহহীন "ক" শ্রেণীর লোকদের ৩২৫ টি পরিবারের মাঝে নির্মিত ঘর হস্তান্তর করা হয়েছে এ উপজেলায়। বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান প্রকল্পের নির্মাণ করা ঘর দেখে সন্তোষ প্রকাশ করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার, অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা, উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু, সহকারী কমিশনার (ভূমি) এনএম আব্দুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ইকবাল কবির প্রমুখ।

উল্লেখ্য, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নগরকান্দার এই প্রকল্পের ঘর উদ্বোধন এবং ভূমিহীন ও গৃহহীন শূন্য উপজেলা হিসেবে ঘোষণা করবেন বলে প্রকল্প বাস্তবায়ন দপ্তর থেকে জানা গেছে।



আপনার মূল্যবান মতামত দিন: