পাইকগাছায় থানার নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পাইকগাছা প্রতিনিধি | ১১ এপ্রিল ২০২২, ০৮:৫৬

সংগৃহীত

মুজিববর্ষ উপলক্ষে বঙ্গবন্ধু কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাইকগাছা সহ দেশের প্রতি থানায় স্থাপিত নারী, শিশু , বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এবং গৃহহীনদের নির্মিত ঘর হস্তান্তর এর শুভ উদ্বোধন করেছেন। রবিবার বেলা ১১ টায় ভার্চুয়ালী সভায় প্রধান অতিথি হিসেবে তিনি একযোগে এ কার্যক্রমের উদ্বোধন করেন।

এর অংশ হিসেবে পাইকগাছা থানায় আয়োজিত উদ্বোধনী সভায় উপস্থিত ছিলেন পুলিশের এএসপি (ডি সার্কেল)মোঃ সাইফুল ইসলাম, থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান, ওসি (অপারেশন) মোঃ সাইদুর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু, কমিউনিটি পুলিশিং ফোরাম এর সভাপতি মোঃ দাউদ শরীফ, সম্পাদক লস্কর ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, রাড়ুলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি, এম আব্দুস সালাম (কেরু), চাঁদখালী ইউপি চেয়ারম্যান শাহাজাদা মোঃ আবু ইলিয়াস, উপজেলা,পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন পুলিশিং ফোরাম এর সদস্য সহ সভাপতি-সম্পাদকদের মধ্যে দেলুটির সাবেক চেয়ারম্যান নির্মল মন্ডল, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, আরশাদ আলী বিশ্বাস, শেখ ইকবাল হোসেন খোকন, বিভূতী সানা, নির্মল অধিকারী, স্নেহেন্দু বিকাশ, সায়েদ আলী মোড়ল কালাই, প্রেসক্লাব সহ-সভাপতি তৃপ্তিরঞ্জন সেন, সম্পাদক মোসলেম উদ্দীন আহমেদ, নাজমা কামাল, গৌতম রায়, তানজিম মোস্তাফিজ বাচ্চু, প্যানেল চেয়ারম্যান আজিজুর রহমান লাভলু সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।



আপনার মূল্যবান মতামত দিন: