ফরিদপুর হাইওয়ে পুলিশের মত বিনিময় সভা অনুষ্ঠিত

ফরিদপুর প্রতিনিধি | ৮ এপ্রিল ২০২২, ১১:০৪

মতবিনিময় সভা

ফরিদপুরের হাইওয়ে পুলিশ ‌ মাদারীপুরে রেঞ্জের কার্যালয়ে সাংবাদিকদের সাথে ফরিদপুর হাইওয়ে পুলিশ সুপারের এক মত বিনিময় সভা আজ বিকেলে অনুষ্ঠিত হয়।

হাইওয়ে পুলিশ সুপার হামিদুল আলম জানান, হাইওয়ে পুলিশের কার্যক্রম আগের চেয়ে অনেক গতিশীল । তিনি দাবি করেন গত জানুয়ারি মাসে হাইওয়ে পুলিশ জরিমানা বাবদ আদায় করেছে ১ কোটি ২৬ লাখ ৭৯ হাজার টাকা। ফেব্রুয়ারি মাসে আদায় করেছে ৮৯ লক্ষ টাকা। সাধারণ মানুষ যাতে নিরাপদ এবং বিভিন্ন নির্বিঘ্নে বাড়ি ফিরতে সেজন্য হাইওয়ে পুলিশ যথেষ্ট তৎপরতার সাথে দায়িত্ব পালন করে। হাইওয়ে পুলিশের কোন সদস্য যদি কোনরকম আইন বিরোধী কার্যক্রম করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা ।

তিনি আরো জানান, শহরে দুর্ঘটনায় বেশিরভাগ কারণই হচ্ছে থ্রি হুইলার এর ব্যবহার। আমরা এই ব্যাপারটাকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছি। আমাদের কার্যক্রম চলমান রয়েছে এবং ভবিষ্যতে তা অব্যাহত থাকবে।

তিনি তাদের সমস্ত কর্মকাণ্ডে সাংবাদিকদের সর্বোচ্চ সহযোগিতা কামনা করেন ।

এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম পিকুল, সহ সভাপতি সঞ্জীব দাস ও শেখ ফয়েজ আহমেদ প্রমূখ।

এ সময় ফরিদপুরের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 



আপনার মূল্যবান মতামত দিন: