টিসিবির ট্রাকে বিক্রি হবে খেজুর

সময় ট্রিবিউন | ২২ মার্চ ২০২২, ১০:০৭

খেজুর

মঙ্গলবার (২২ মার্চ) থেকে টিসিবির ট্রাকে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় খেজুর বিক্রি শুরু হবে। ৮০ টাকা দরে বিক্রি হবে প্রতি কিজি খেজুর। 

একজন ক্রেতা সর্বোচ্চ ১ কেজি পর্যন্ত কিনতে পারবেন। এছাড়া আগের চার পণ্য তেল, চিনি, ডাল, পেঁয়াজের সঙ্গে সোমবার (২১ মার্চ) ৫০ টাকা দরে ছোলা বিক্রি শুরু হয়েছে।

জানা গেছে, একজন ক্রেতা দুই কেজি করে তেল, চিনি, ডাল এবং চার কেজি ছোলা ও পেঁয়াজ কিনতে পারবেন। আর চলমান নবম ট্রাকসেল কার্যক্রমে রমজান উপলক্ষে নতুন করে খেজুর যুক্ত হচ্ছে।

এর আগে গত ৫ মার্চ নবম দফায় সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি শুরু করছে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।


আপনার মূল্যবান মতামত দিন: