সুনামগঞ্জে পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগ, লাশ নিয়ে সড়ক অবরোধ

সুনামগঞ্জ প্রতিনিধি | ২২ ফেব্রুয়ারী ২০২২, ০৬:২০

ছবি সংগৃহীত

সুনামগঞ্জে পুলিশের নির্যাতনে উজির মিয়া (৪০) নামের এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে উঠেছে। ঘটনার পর এলাকাবাসী লাশ নিয়ে সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করেছেন।

সোমবার বেলা দুইটা থেকে পাঁচটা পর্যন্ত জেলার শান্তিগঞ্জ উপজেলার সুনামগঞ্জ-সিলেট সড়কের পাগলাবাজার এলাকায় স্থানীয় লোকজন সড়কে লাশ রেখে বিক্ষোভ করেন।

শান্তিগঞ্জ থানা-পুলিশ উজির মিয়াকে ১০ ফেব্রুয়ারি গ্রেপ্তার করেছিল। তার বাড়ি উপজেলার শত্রুমর্দন গ্রামে।

নিহত উজির মিয়ার ছোট ভাই ডালিম মিয়া বলেন, আমার ভাইকে পুলিশ ধরে নিয়ে থানায় নির্যাতন করে। পরদিন একটি চুরির মামলায় আদালতে পাঠালে জামিনে মুক্ত হন। এরপর থেকে উজির মিয়া গুরুতর অসুস্থ হন। এ অবস্থায় সোমবার দুপুরে তিনি মারা যান।

এরপর বিক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসী উজির মিয়াকে নির্যাতনে জড়িত পুলিশ সদস্যদের বিচারের দাবিতে লাশ নিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় সড়কের দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে। ঘটনাস্থল থেকে শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমদ দুপুরে জানান, তারা ঘটনাস্থলে আছেন। তখনো সড়কে অবরোধ চলছিল।

খবর পেয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সাঈদ ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার-উল-হালিম ঘটনাস্থলে যান। তাদের হস্তক্ষেপে বিকাল পাঁচটার দিকে বিক্ষুব্ধ লোকজন সড়ক অবরোধ প্রত্যাহার করেন।

এ বিষয়ে কথা বলার জন্য শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদীর হোসেনের মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোন ধরেননি।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর