শেরপুরে শিক্ষা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

শেরপুর প্রতিনিধি | ১৮ ফেব্রুয়ারী ২০২২, ১০:৫৯

ছবিঃ সংগৃহীত

শেরপুরে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি অমান্য করে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

১৭ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার ) দুপুরে শেরপুর সদর উপজেলার ৮ নং লছমনপুর ইউনিয়নের (কুসুমহাটি বাজারের) প্রাণ কেন্দ্রে অবস্থিত অগ্রদুত পিপারেটরী এন্ড হাইস্কুল এ সরকারি নির্দেশনা ও নিষেধাজ্ঞা অমান্য করে স্কুল পরিচালনা করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

ঐসময় ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ।

এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ বলেন, বিশ্বব্যাপী মহামারী (কোভিড-19) এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এর সংক্রমণ থেকে শিক্ষার্থীদের স্বাস্থ্য-সুরক্ষা নিশ্চিত ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে সরকারি নির্দেশনা মোতাবেক আমাদের এই অভিয়ান অব্যহত থাকবে।



আপনার মূল্যবান মতামত দিন: