রাণীশংকৈলে বীরাঙ্গনাদের মাঝে উন্নত মানের কম্বল বিতরণ

আনোয়ার হোসেন আকাশ, ঠাকুরগাঁও | ৩১ জানুয়ারী ২০২২, ১২:০৫

ছবিঃ সংগৃহীত

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ২২ বীরাঙ্গনা পরিবারের মাঝে উন্নত মানের ভারী চায়না মকম্মল কম্বল বিতরণ করা হয়েছে।

রবিবার (৩০ জানুয়ারি) দুপুরবেলা জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাসিমা আক্তার জাহানের ব্যক্তিগত উদ্যোগে বীরাঙ্গনা শীতার্ত অসহায় পরিবারকে এসব কম্বল দেওয়া হয়।

রাণীশংকৈল মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগমের বাসভবনে উপজেলার অসহায় ২২জন বীরাঙ্গনা পরিবারের মাঝে উন্নতমানের কম্বল ও মাস্ক বিতরণ করা হয়।

এসময় কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাসিমা আক্তার জাহান, রাণীশংকৈল মহিলা ভাইস চেয়ারম্যান শেফালি বেগম, বীরমুক্তিযোদ্ধা হাবিবর রহমান, প্রেসক্লাব সভাপতি ফারুক আহম্মেদ, মোবারক আলী,বাংলাাদেশে টেলিভিশন (বিটিভি) জেলা প্রতিনিধি মাসুদ রানা পলক, এশিয়ান টিভি জেলা প্রতিনিধি আশরাফুল আলম প্রমূখ।

জেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাসিমা আক্তার জাহান বলেন, আমি নিজ উদ্যোগে সেবামূলক অসহায় মানুষের জীবনমান উন্নয়নে কাজ করছি। জীবিকা নির্বাহের জন্য অসহায় মানুষদের আর্থিক সহায়তা করছি। আজ ২২জন বীরাঙ্গনা পরিবারের মাঝে উন্নতমানের শীতবস্ত্র কম্বল ও মাস্ক দেয়া হলো। প্রতিটি কম্বলের মূল্য প্রায় ৩ হাজার পাঁচশত টাকা।



আপনার মূল্যবান মতামত দিন: