শেরপুরের নকলায় গাড়ি চাপায় ১ জনের মৃত্যু

শেরপুর প্রতিনিধি | ৩১ জানুয়ারী ২০২২, ০৮:৪৫

ছবিঃ সংগৃহীত

শেরপুরের নকলা উপজেলায় মাটিকাটার কাঁকড়া গাড়ির চাপায় শৈন্না মিয়া (৫০) নামে এক দুধ বিক্রেতার মৃত্যু হয়েছে।

এ ঘটনায় পুলিশ ঘাতক গাড়িটির চালক সাজ্জাক আলী (২০) ও হেলপার কবির হোসেনকে (২০) আটক করেছে।

৩০ জানুয়ারি (রোববার) সকালে নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রেহারচর মোড়ে এ ঘটনা ঘটে।

জানা যায়, মৃত শৈন্না মিয়ার গ্রামের বাড়ি জামালপুর সদর উপজেলার তুলসীরচর ইউনিয়নের হুনুমানচর গ্রামে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, রোববার সকালে দুধ বিক্রি করতে উপজেলার চন্দ্রকোনা বাজারে যাচ্ছিলেন শৈন্না মিয়া। রেহারচর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মাটি কাটার কাঁকড়া গাড়ি তাকে চাপা দেয়। এসময় গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় এবং সেখান থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে শৈন্না মিয়া মারা যান।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান বলেন, আমরা নিহতের লাশ উদ্ধার করে থানায় এনেছি। নিহতের পরিবারকে অভিযোগ দিতে বলা হয়েছে। ঘাতক গাড়ির চালক ও হেলপারকে আটক করা হয়েছে। এই বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে ।



আপনার মূল্যবান মতামত দিন: