শেরপুরে স্বাস্থ্যবিধি অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানা আদায়

শেরপুর প্রতিনিধি | ১৯ জানুয়ারী ২০২২, ০৯:০৫

ছবিঃ সংগৃহীত

শেরপুরে স্বাস্থ্যবিধি অমান্য করে প্রয়োজন ছাড়া ঘুরাফেরা করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।

১৮ জানুয়ারি (মঙ্গলবার) বিকালে শেরপুর পৌর শহরের থানার মোড়ে সরকারি নির্দেশনা ও নিষেধাজ্ঞা অমান্য করে অপ্রয়োজনে ঘুরাফেরা করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানা আদায় করা হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ।

ঐ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ বলেন, বিশ্বব্যাপী মহামারী (কোভিড-১৯) এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এর সংক্রমণ থেকে জনগণের স্বাস্থ্য-সুরক্ষা নিশ্চিত করতে মাস্ক বিতরণ ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে সরকারি নির্দেশনা মোতাবেক আমাদের এই অভিয়ান অব্যাহত থাকবে।

এসময় তিনি করোনার এই ভয়াবহ প্রভাব থেকে নিজেদের পরিবার পরিজনের সংক্রমণ ঠেকাতে ও তাদের স্বাস্থ্য-সুরক্ষা নিশ্চিত করতে নিজে সচতন হওয়া এবং সকলের মধ্যে সচেতনতা গড়ে তোলার আহ্বান জানান।



আপনার মূল্যবান মতামত দিন:


জনপ্রিয় খবর