হামলা ও লুটপাটের অভিযোগ এনে ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর বিরুদ্ধে মাদারীপুর আদালতে অভিযোগ করেছেন রাজৈর উপজেলার মধ্য শাখারপাড় গ্রামের আব্দুল গনি মাতুব্বর নামে এক ব্যক্তি।
বুধবার (২৯ ডিসেম্বর) মাদারীপুর জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে এ অভিযোগ করা হয়। অভিযোগ গ্রহণ করে ভিডিওসহ প্রমাণ উপস্থাপনের জন্য আগামী ৫ জানুয়ারি দিন নির্ধারণ করেছেন আদালতের বিচারক ফয়সাল আল মামুন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৬ ডিসেম্বর ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী তার সমর্থকদের নিয়ে রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের মধ্য শাখারপাড় গ্রামের আব্দুল গনি মাতুব্বরের বাড়িতে হামলা চালান। এ সময় তারা বাড়ির কয়েকজনকে পিটিয়ে আহত করেন। মূল্যবান মালামাল লুট করে নিয়ে যান।
এ ঘটনায় গোলাম রাব্বানীকে প্রধান করে ৮ থেকে ১০ জনের নাম উল্লেখ করে অর্ধশত মানুষকে আসামি করে আদালতে অভিযোগ দেন আব্দুল গনি।
বাদীপক্ষের আইনজীবী ফায়জুর রহমান হিরু বলেন, গোলাম রাব্বানীসহ তার দলবল কীভাবে বাড়িঘরে হামলা ও মারধর করেছে তার ভিডিওসহ প্রমাণ উপস্থাপনের নির্দেশ দিয়েছেন আদালত। আগামী ৫ জানুয়ারি অভিযোগের শুনানি হবে। এ ছাড়া বাদীর চুরি যাওয়া স্বর্ণালংকার কেনার রশিদ ও হাসপাতালে ভর্তি সংক্রান্ত কাগজপত্র দেখাতে বলা হয়েছে।
এদিকে অভিযোগের বিষয় মন্তব্য করতে রাজি হননি গোলাম রাব্বানী।
আপনার মূল্যবান মতামত দিন: