নির্বাচন–পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে আ.লীগ নেতা নিহত

সময় ট্রিবিউন | ২৯ ডিসেম্বর ২০২১, ১২:০১

পাবনায় নির্বাচন–পরবর্তী সহিংসতায় নিহত আওয়ামী লীগ নেতা শামীম হোসেন ছবি: সংগৃহীত

পাবনা সদর উপজেলার হিমাইতপুরে ইউপিতে নির্বাচন–পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে শামীম হোসেন (৪০) নামের এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।

মঙ্গলবার সন্ধ্যায় ইউনিয়নের নাজিরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শামীম ওই ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক কমিটির প্রচার সম্পাদক।

জানা গেছে, ২৬ ডিসেম্বর হিমাইতপুর ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে আট প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এর মধ্যে ছয়জন ছিলেন স্বতন্ত্র প্রার্থী। ভোটে আওয়ামী লীগ প্রার্থীকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলম বিজয়ী হয়েছেন। এ নিয়ে ফলাফল ঘোষণার পর থেকেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মঞ্জুরুল ইসলামের সমর্থকদের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী তারিকুল আলম সমর্থকদের বিরোধ তৈরি হয়েছে। স্বতন্ত্র প্রার্থী তারিকুল আলমের সমর্থকেরা নির্বাচনে পরাজয়ের জন্য আওয়ামী লীগ প্রার্থীর সমর্থকদের দায়ী করে কটূক্তি করেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শামীম হোসেন আওয়ামী লীগ প্রার্থীর হয়ে নির্বাচনে কাজ করেছেন। ফলে কয়েক দিন ধরেই স্বতন্ত্র প্রার্থী তারিকুল আলমসহ তাঁর সমর্থকেরা নির্বাচনে পরাজয়ের জন্য শামীমকে দায়ী করছিলেন। সন্ধ্যায় শামীম গ্রামের মোড়ে একটি দোকানে গেলে স্বতন্ত্র প্রার্থী তারিকুল আলমের সমর্থকেরা তাঁকে পরাজয়ের জন্য দায়ী করে বিভিন্ন কথা বলতে থাকেন। এ সময় প্রতিবাদ করলে স্বতন্ত্র প্রার্থী তারিকুল আলম ও তাঁর ছেলে ইমরান হোসেন লোকজন নিয়ে এসে শামীমের ওপর হামলা চালান। তাঁরা এ সময় বেশ কয়েকটি গুলিও ছোড়েন। এতে শামীম গুলিবিদ্ধ হয়ে আহত হন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

এ প্রসঙ্গে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী তারিকুল আলম নিজেই তাঁর লাইসেন্স করা বন্দুক দিয়ে গুলি চালিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমরা বিষয়টি তদন্ত করছি। ঘটনার পর থেকেই তারিকুল গা ঢাকা দিয়েছেন। তাঁকে ধরতেও অভিযান চালানো হচ্ছে। নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্যবস্থা করা হচ্ছে।



আপনার মূল্যবান মতামত দিন:


  1. জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
    জামায়াত নেতা আজহারুলের মুক্তির দাবিতে শেরপুরে বিক্ষোভ সমাবেশ
  1. শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
    শেরপুরে হরতাল পালন ও রাস্তায় অগ্নিসংযোগ করেছে ছাত্রলীগ
  1. শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
    শেরপুরে বিএনপি নেতা মাসুদের বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদ
  1. শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
    শেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে প্রেসক্লাবের স্মারকলিপি প্রদান
  1. শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
    শেখ হাসিনার আসন্ন 'ভার্চুয়াল বৈঠক' ঘিরে আওয়ামী লীগে কী চলছে
  1. শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
    শেরপুরের নালিতাবাড়ীতে হত্যা মামলার আসামি ইউপি চেয়ারম্যানসহ গ্রেফতার ২
  1. মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
    মার্চ ফর ইউনিটি : শহীদ মিনারে সমাবেশ শুরু
  1. ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
    ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি নেতা মাসুদ
  1. শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
    শেরপুরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে কফি চাষ
  1. সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
    সাবেক মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার মারা গেছেন
জনপ্রিয় খবর