নীলফামারীতে অভিযান চালিয়ে একটি টয়োটা জিপ গাড়ির সিলিন্ডার থেকে অভিনব কায়দায় পাচারকালে ৯১ হাজার ৮৫ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।
শুক্রবার (২৪ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে নীলফামারী সদর থানাধীন বড় বাজার ট্রাফিক মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে অ্যান্টি টেররিজম ইউনিটের একটি দল। সাম্প্রতিক সময়ে দেশের উত্তরাঞ্চল থেকে জব্দ করা ইয়াবার এটি অন্যতম বড় চালান।
গ্রেফতার মাদক কারবারির নাম ইমরান হোসেন (৪২)। তিনি সিলেটের গোলাপগঞ্জের দাড়িপাতন গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে।
অ্যান্টি টেররিজম ইউনিটের মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস বিভাগের পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, এটিইউ নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে শুক্রবার রাতে নীলফামারীতে মাদকের চোরাচালান হবে। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ইমরান হোসেনকে গ্রেফতার করা হয়।
আপনার মূল্যবান মতামত দিন: