শিবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সময় ট্রিবিউন | ২৩ ডিসেম্বর ২০২১, ০৮:০৫

মরদেহ-প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে ইব্রাহিম আলী নামে এক বাংলাদেশি নিহত হয়েছে।

নিহত ওই বাংলাদেশির লাশ নিয়ে গেছে বিএসএফ।

মঙ্গলবার দিবাগত রাত ২ টার দিকে তিনি মারা যান। নিহত ইব্রাহিম আজমতপুর-ডলিপাড়ার আবু তাহেরের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম জানান, রাত ২ টার দিকে ইব্রাহিম চোরাচালানের উদ্দেশ্যে সীমান্ত পার হয়। এ সময় বিএসএফ সদস্যরা গুলি চালালে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিএসএফ সদস্যরা তার মরদেহ নিয়ে যায়।

৫৯ বিজিবির অধিনায়ক আমীর হোসেন মোল্লা জানান, রাত ২ টার দিকে গুলিতে একজন বাংলাদেশি মারা গেছে বলে নিশ্চিত করেছে বিএসএফ। তার মরদেহ ভারতের মালদহ হাসপাতালে রাখা আছে। তবে মরদেহ না দেখে তার পরিচয় সম্পর্কে কিছু বলা যাচ্ছে না। এ বিষয়ে পতাকা বৈঠকের জন্য বিএসএফকে চিঠি দিয়েছে বিজিবি।



আপনার মূল্যবান মতামত দিন: