হাবিপ্রবিতে টেকফেস্ট-২০২১ অনুষ্ঠিত হবে আগামীকাল 

মশিউর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি  | ২১ ডিসেম্বর ২০২১, ০৫:৩৩

ছবিঃ সংগৃহীত

মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) তড়িৎ ও ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ এর উদ্যোগে আয়োজিত হতে যাচ্ছে 'টেকফেস্ট ২০২১'। 

এই আয়োজনে আছে ৩ টি প্রজেক্ট। এগুলো হলো, প্রজেক্ট শোকেসিং,লাইন ফলোয়ার রোবট এবং রোবো সকার। 

যার প্রত্যেকটি ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে হাবিপ্রবির সকল শিক্ষার্থী। ইভেন্টটি ডিসেম্বরর ২১ তারিখ সকাল ৯.৩০ থেকে বিকাল ৪.০০ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের টিএসসি- এর নিচ তলায় অনুষ্ঠিত হবে। 

এবিষয়ে ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান বলেন,

শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক মেধাবিকাশ,উন্নয়ন ও চিন্তাশক্তির বৃদ্ধির লক্ষ্যে এই আয়োজন করতে যাচ্ছি। এতে আমাদের বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক, প্রক্টর, ইইই ডিপার্টমেন্টের চেয়ারম্যান, সিএসই ফ্যাকাল্টির ডীনসহ, সকল শিক্ষার্থী আমাদের সার্বিকভাবে সহায়তা করে যাচ্ছে। 

শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উৎকর্ষ সাধন এবং মাননীয় প্রধানমন্ত্রীর স্বপ্নের সোনার বাংলাদেশ বির্নিমানের লক্ষ্যে এই আয়োজন। আশা করি অনুষ্ঠানটি সফল করতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবাই সহযোগীতা করবে। এতে করে আমাদের বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে আরও একধাপ এগিয়ে যাবে।

এই আয়োজনে হাবিপ্রবির ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগকে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং ইলেকট্রোপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড সার্বিক সহায়তা করবে।



আপনার মূল্যবান মতামত দিন: