হাবিপ্রবির ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত 

মশিউর রহমান, হাবিপ্রবি প্রতিনিধি  | ২০ ডিসেম্বর ২০২১, ১১:৫৩

ছবিঃ সংগৃহীত

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভেটেরিনারি টিচিং হাসপাতালের আয়োজনে গবাদি পশুর স্বাস্থ্য পরিক্ষা, সেবা ও পরামর্শ কার্যক্রম "ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প " অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৯ ডিসেম্বর ) সকাল ৯.০০থেকে দুপুর ২.০০ টা পর্যন্ত দিনাজপুরের কাহারোল উপজেলার ঈশানপুর উচ্চবিদ্যালয় মাঠে এই ক্যাম্পটি আয়োজিত হয়। সেখানে প্রায় ২০০ গবাদি পশুর চিকিৎসা সেবা ও পরামর্শ দেয়া হয়।  

ভেটেরিনারি হাসপাতাল পরিচালনা পর্ষদ কর্তৃক পরিচালিত এই ক্যাম্পের পরিচালনায় ছিলেন পরিচালক প্রফেসর ড. মোঃ মোস্তাফিজার রহমান ও সদস্য -সচিব ডা: মোঃ হান্নান আলী। 

ক্যাম্পে উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদ এর বিশেষজ্ঞ প্রফেসর ড. মীর রওশন আক্তার, প্রফেসর ড.নজরুল ইসলাম, প্রফেসর ড. মো: ফারুক ইসলাম, প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল ইসলাম এবং ডা: মো: ইসমাইল হোসেন।

 উল্লেখ্য, ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্যোগে প্রতিমাসে ২ টা করে ফ্রী ভেটেরিনারি মেডিকেল স্বাস্থ্য সেবা ও পরামর্শ দেয়া হবে বলে জানিয়েছে ভেটেরিনারি টিচিং হাসপাতাল কর্তৃপক্ষ।



আপনার মূল্যবান মতামত দিন: